
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের এলএলবি প্রথম পর্বের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠিতব্য ২০২৪ সালের এলএলবি প্রথম পর্বের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। ২০২৪ সালের এলএলবি প্রথম পর্বের অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। তার স্মরণে আগামীকাল শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বগুড়ার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) অধীনে চারটি ক্যাটাগরিতে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি ও টেলিটকের এসএমএস-এর মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) যুগ্মসচিব (কারিগরি-১) শহীদ মোহাম্মদ ছাইদুল হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিতব্য নেকটার-এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পদের মধ্যে রয়েছে- প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী), সহকারী ইন্সট্রাক্টর, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার, গবেষণা ও ইংরেজি) ও মেডিকেল অফিসার।
শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রীয় সম্মান প্রদানের ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
গত ১২ ডিসেম্বর রিকশা আরোহী হাদি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তদের গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।