News update
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     
  • What we know about one of Hadi's assassination attempters     |     
  • United States and Bangladesh Launch Money Laundering Bench Book     |     
  • 6 BD peacekeepers killed, 8 hurt in attack on Sudan UN Base     |     
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-04-08, 5:50pm

5465643534-912c1804be36b661f6ed45f0d20a8c8f1744113016.jpg




৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

মঙ্গলবার (৮ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এ তথ্য জানান তিনি।

পিএসসি চেয়ারম্যান বলেন, আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ভাইভা আগামী ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। এরপর দ্রুত ফল প্রস্তুতের কাজ শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, পিএসসি এখন একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং স্বচ্ছ প্রতিষ্ঠান। আমরা সময়ের গুরুত্ব বুঝে কাজ করছি। প্রার্থীদের অপেক্ষা যেন দীর্ঘ না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছি।

৪৪তম বিসিএস’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

৪৪তম বিসিএস-এ মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।আরটিভি