News update
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     

পাঁচ বিভাগে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা আজ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-02-28, 7:45am

sylhet_shabiprobi_news_pi-016849fe6aa3b0a9060199ed4a2091c81740707124.jpg




শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও যশোর) এ পরীক্ষা হবে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) ও বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা শুরু হবে। এ বছর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নেবেন মোট ৮৬ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী। এবার শাবিপ্রবির প্রতিটি আসনের বিপরীতে ৫১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ভর্তি কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘এবার দেশের পাঁচটি বিভাগীয় শহরের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এতে এ-১ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে ছয় হাজার ২৭০ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৩৪ হাজার ৩৬৯ জন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছয় হাজার ১২ জন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তিন হাজার ৭৮০ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পাঁচ হাজার ৬২৭ জনসহ সর্বমোট ২৯ হাজার ১১৬ শিক্ষার্থী অংশ নেবেন। এছাড়া এ-২ (স্থাপত্য) ইউনিটে শাবিপ্রবি কেন্দ্রে অংশ নেবেন আরও এক হাজার ২৪২ জন।

অন্যদিকে, ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে ছয় হাজার ৯৮৩ জন, ঢাবিতে ১২ হাজার ৬৩৬ জন,  বেরোবিতে পাঁচ হাজার ৫৬ জন, যবিপ্রবিতে তিন হাজার ১৪ জন ও সিভাসুতে এক হাজর ৪২৭ জনসহ মোট ৫৬ হাজার ৫৮ জন আবদেনকারী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের কথা চিন্তা করে এবার বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হচ্ছে। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’ এনটিভি