News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ফল প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-07-14, 9:42pm

ertetwt-7501f10f7ee355dd022f416b78e2b5e51720971938.jpg




জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) রাত ৮টায় ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.results.nu.ac.bd) থেকে এ ফল জানতে পারবেন।

পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭৮ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ১৮ হাজার ১২১ জন। পাসের হার ৬৬ দশমিক ৩০ শতাংশ।  আরটিভি