
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্যদলগুলোর মতো জামায়াত ইসলামীও নিরাপত্তার শঙ্কা দেখছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে নির্বাচনী গণসংযোগের সময় এই কথা জানান তিনি।
তিনি বলেন, ‘জামায়াতও নিরাপত্তার আশঙ্কা দেখছে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এর সমাধান খোঁজা হবে।’
জামায়াতের জনসভায় ব্যাপক জনসমাগম এবং সাড়া পাওয়া যাচ্ছে দাবি করে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় জোটের লোকজনের ওপর হামলা চালানো হচ্ছে। নির্বাচনী শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হচ্ছে। নির্বাচনের মাধ্যমে দেশটাকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে।’
জামায়াত আমির বলেন, ‘দুটি জিনিস আমরা চেষ্টা করব এসার্ট করার। একটা মোরাল এডুকেশন, আরেকটা প্রফেশনাল এডুকেশন। দেশে এই দুটিরই এখন দারুণ অভাব। ফলে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করছে ঠিকই, সঙ্গে সঙ্গে তাদের হতাশা পেয়ে বসছে। তারা দুনিয়ার কোথাও নিজেদের ভালোভাবে ফিট করতে পারছে না। তাদের ল্যাঙ্গুয়েস্টিক কিংবা প্রফেশনাল স্কিল নাই।’
তিনি আরও বলেন, ‘১৮ কোটি মানুষের সন্তানের জন্য শিক্ষাটা অবশ্যই এই দুটি দিক কাভার করে হতে হবে। যদি এই দুই দিক কাভার করে হয়, তাহলে দেশ কিংবা প্রবাসে যেখানেই আমরা থাকি না কেন, সাবস্টেন্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারব। তখন আমরা গর্বিত নাগরিক হিসেবে পরিচয় দিতে পারব এবং কাউকে আর বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে হবে না। কাজ তার মালিককে খুঁজে বের করে।’
যেখানে ভাই-বোনদের মধ্যে কোনো ডিসপারিটি থাকবে না, এমন সমাজ গড়তে চান বলে অঙ্গীকার করেন ডা. শফিকুর রহমান।
দেশের বিদ্যমান কিছু সমস্যা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ সুযোগ দিলে আমরা আগেই বলেছি- শিক্ষা প্রথম, শিক্ষা দ্বিতীয়, শিক্ষা তৃতীয়। এটাই আমাদের প্রায়োরিটি। এরপর অন্যগুলোতে হাত দিব।’