News update
  • Capital markets surge at DSE with year’s highest turnover     |     
  • Weapons and drugs seized in Chattogram army operation, 2 arrested     |     
  • Tarique says people won’t allow ‘vote robbery’ on Feb 12     |     
  • Dhaka records world’s worst air quality Wednesday morning     |     
  • US Ambassador visits Ctg Port to reinforce commercial coop     |     

নির্বাচনে কোনো পক্ষ নিবে না যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-28, 1:52pm

ae0af5672aa0126622fb2a6a7488b6310697b1eeeac17f20-b9c2f89cb1cee58b0d4a3f4ca7818bb21769586774.jpg




ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পক্ষ নিবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফল নির্ধারণ করবে এদেশের জনগণ এবং ভোটের ফলাফলে যারা জয়ী হয়ে আসবেন তাদের সাথেই কাজ করবে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যৌথ উদ্যোগে কোনো পর্যবেক্ষক আসছে না এ নির্বাচন পর্যবেক্ষণে। তবে ব্যক্তিগতভাবে চারটি জায়গায় ভোট পর্যবেক্ষণ করা হবে। সেটি ইসির সহযোগিতা ছাড়া। অফিসিয়ালি যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক পাঠানো হচ্ছে না।

এরপর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, তবে মার্কিন দূতাবাস থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম, খুলনা, সিলেট আর ঢাকায় ভোট পর্যবেক্ষণ করবে দেশটি। সেটি ইসির সহযোগিতা ছাড়া। এ চার এলাকায় ভোট পর্যবেক্ষণ করে রিপোর্ট দিবে তাদের দেশের সরকারকে। তবে এ নির্বাচন পর্যবেক্ষণে অফিসিয়ালি পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র।

আখতার আহমেদ আরও বলেন, তারা পোস্টাল ব্যালট নিয়ে জানতে চেয়েছিলেন, কমিশন জানিয়েছে। নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জানতে চেয়েছে, কীভাবে নির্বাচনের মাঠে প্রতিফলন হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাওয়া হয়েছে।

বেলা ১১টা ৫০ মিনিটের দিকে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদল।

মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ।

গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।