News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

সৌদি আরবে পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৪ হজযাত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-05-30, 11:14am

et435345-826f4d51ee5091138424c1368931a8181748582084.jpg




চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৯৭টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

শুক্রবার (৩০ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০১টি ফ্লাইটে সৌদি পৌঁছান ৩৮ হাজার ৯৯৭ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৭২টি ফ্লাইটে ২৭ হাজার ৫২৯ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২৪টি ফ্লাইটে ৯ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৭১ হাজার ২৩৯ হজযাত্রী।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১২ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ গত মঙ্গলবার (২৭ মে) মৃত্যুবরণ করেন চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশ্যে যাত্রা করে।আরটিভি