News update
  • Sea of Mourners Gathers to Pay Tribute to Khaleda Zia     |     
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম মন্ত্রণালয়

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-10-10, 6:16pm

086e7aee084aa7a31443be7695db9adb5a7e2656bca3b776-1-5b7c6fc1897a00b6d6f1c0e8f4514e2b1728562604.jpg




শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুরু হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম এবং তা সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত চলবে।

শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ নম্বরে অবহিত করা যাবে।

এছাড়া, বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা হতে এসংক্রান্ত পত্র জারি করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।