News update
  • EC asks printing presses not to print election posters     |     
  • Protect your votes, conspiracies still on: Tarique to voters     |     
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     
  • PKSF, BARC join hands to boost agricultural research and growth     |     
  • Govt Officials Barred From Backing ‘Yes’ or ‘No’ in Vote     |     

মহাখালীতে আবাসিক ভবনে আগুন

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-01-30, 8:00pm

ererewr-0283de03868158b4d73e437ed07464411769781639.jpg




রাজধানীর মহাখালীতে এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর আমতলী এলাকায় ৭ তলাবিশিষ্ট ওই আবাসিক ভবনটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাদের ৪টি ইউনিট। এছাড়া আরও ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।