News update
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     
  • Exporters to import duty-free raw materials: NBR Chairman     |     

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দূর্ঘটনা 2025-04-27, 12:04am

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1745690699.jpg

Dead body



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. জাবের () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর টার দিকে কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কের পাখিমারা এলাকায় ঘটনা ঘটে। 

নিহত শিশু জাবের উপজেলার লতাচাপলী ইউনিয়নের হুইচান পাড়া গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে। 

সে পাখিমারা এলাকায় নানা মো. ফারুক হোসেনের বাড়ীতে বেড়াতে আসছিল। পথিমধ্যে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনায় থানায় একটি  ইউডি মামলা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ