News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন ১,২৩২ টাকা

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2023-01-02, 3:23pm

resize-350x230x0x0-image-205600-1672642613-e4e387e5e524045f5baf4a2f8d9f40a81672651419.jpg




তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল জানান, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ডিসেম্বর মাসে ১ হাজার ২৯৭ টাকা ছিল।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামে পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

এ দিকে জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি তিন টাকা কমিয়ে ৫৭ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা গত মাসে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৯৭ টাকা, আগস্টে ছিল ১ হাজার ২১৯ টাকা, জুলাইয়ে ছিল ১ হাজার ২৫৪ টাকা, জুনে ছিল ১ হাজার ২৪২ টাকা, মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা। তথ্য সূত্র আরটিভি নিউজ।