News update
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     
  • PKSF, BARC join hands to boost agricultural research and growth     |     
  • Govt Officials Barred From Backing ‘Yes’ or ‘No’ in Vote     |     
  • Iran dismisses Trump’s threats, vows swift response to any US attack     |     
  • Student-led shrimp farming sparks rural aquaculture boom in Naogaon     |     

চাঁদপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক জনসম্পদ 2026-01-29, 7:28pm

ertgertert-ff0d9f28e352a97370c593f55a8739fc1769693308.jpg




চাঁদপুরে বৈষম্যহীন নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সরকারি কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সরকারি, আধা-সরকারি ও বিভিন্ন কর্পোরেশনের কর্মচারী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। দাবি আদায়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।