News update
  • People eagerly await Tarique Rahman's homecoming Thursday     |     
  • Palm trees axed in Naogaon bypass for safety of electric line     |     
  • Stock market: DSE fails to sustain early gains, CSE extends rally     |     
  • Illegal arms, disinformation pose major challenges to BD polls: Officials     |     
  • BNP senses ‘dangerous conspiracy’ against democratic transition     |     

১০২তম বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

গ্রীণওয়াচ ডেস্ক গবেষণা 2022-06-13, 10:53am




১৯২১ সালের ১ জুলাই শুরু হয় ঢাবি’র পথচলা। দীর্ঘ এ চলার পথে উচ্চ শিক্ষায় যেমন নেতৃত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি, তেমনি পথ দেখিয়েছে বাঙালি জাতির ক্রান্তিলগ্নেও।

১ জুলাই ১০২তম বর্ষে পা রাখতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে বর্ণালি সাজে সেজেছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। অবহেলিত পূর্ব বাংলার বিভিন্ন কর্মক্ষেত্রে নতুন প্রজন্মের নেতৃত্ব সৃষ্টিতে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আজ ১০২ বছরে পা রাখলো।

১০২তম বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় সমন্বয় কমিটির একটি সভা রোববার (১২ জুন) ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আগামী ১ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় কেন্দ্রীয় মাঠে ১০২তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচি এবং গবেষণা প্রকাশনার মেলার উদ্বোধন করা হবে।

১ থেকে ৩ জুলাই অনুষ্ঠেয় তিন দিনব্যাপী এ মেলায় অনুষদসমূহের জন্য ১০টি এবং ইনস্টিটিউটসমূহের জন্য ১টি প্যাভিলিয়ন থাকবে। মেলায় গবেষণা প্রকাশনা সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সাইডলাইন ইভেন্ট থাকবে।

এ ছাড়া ১ জুলাই সকাল সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে গবেষণা ও উদ্ভাবন ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সহযোগিতায় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী স্ব স্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।