News update
  • Toxic Waste Chokes Dhaka’s Four Major Rivers     |     
  • NRB Remittance Rescued Economy After July Crisis: CA     |     
  • 36 Killed, Dozens Injured in Tamil Nadu Rally Stampede     |     
  • 36pc of Job Seekers Rely on Friends and Family Networks     |     
  • Govt to Announce New Hajj Packages Sunday, Costs to Drop     |     

ভরা মৌসুমেও ইলিশের আকাল, দাম আকাশছোঁয়া

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-09-22, 7:30pm

9444631eba0b3fd676955b1a8ba029ee7a152e165135cbb7-d49f0ebb0292a0c2633c4690841007ee1758547807.jpg




ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই বরিশালে। সংকটের কারণে চাহিদামতো ইলিশ রফতানি করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে ধস নেমেছে ব্যবসায়, আর সাধারণ ক্রেতারা পড়েছেন আকাশছোঁয়া দামের চাপে।

বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য আড়তের ব্যবসায়ীরা জানান, আগে প্রতিদিন এক থেকে দেড় হাজার মণ ইলিশ আসত মোকামে। বর্তমানে দিনে ৩০ থেকে ৪০ মণও মিলছে না। ইলিশের এমন টানাপোড়েন বাজারে তৈরি করেছে অস্থিরতা। সাধারণ ক্রেতা থেকে খুচরা বিক্রেতা সবাই পড়েছেন বিড়ম্বনায়।

তিনি আরও জানান, এবার দুর্গাপূজায় ভারতে এক হাজার ২০০ টন ইলিশ রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ইতোমধ্যে ১৬ সেপ্টেম্বর থেকে বরিশালের চারটি প্রতিষ্ঠান রফতানির অনুমতি পেয়েছে। কিন্তু সরবরাহ কম থাকায় ব্যবসায়ীরা পড়েছেন অনিশ্চয়তায়। গত বছরের তুলনায় রফতানির পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে।

ব্যবসায়ীরা জানান, গত বছর রফতানি শুরুর ৬ দিনে বরিশাল থেকে ভারতে গিয়েছিল প্রায় দেড়শ মণ ইলিশ। কিন্তু এবার একই সময়ে রফতানি হয়েছে মাত্র ৮০ মণ। মোকামে ইলিশের দামও রেকর্ড গড়েছে।

ব্যবসায়ীরা আরও জানান, ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে মণপ্রতি ৬৪ হাজার টাকায়, ৯০০ গ্রামের ইলিশ ৮০ হাজারে, এক কেজি ওজনের ইলিশ ৯২ হাজারে, ১২০০ গ্রামের ইলিশের দাম ছাড়িয়েছে ৯৭ হাজার টাকায়। ছোট সাইজের ইলিশেও ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে।

আড়ৎদারদের অভিযোগ, গত বছরের তুলনায় সরবরাহ কয়েকগুণ কমে গেছে। ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

আল আমিন হাওলাদার নামে এক ক্রেতা জানান, আমরা নিম্নআয়ের মানুষ বাজারে মাছ কিনতে এলে দাম দেখেই ফিরে যেতে হয়, কেনার সামর্থ্য থাকে না। ইলিশের এমন সংকট যদি চলতে থাকে, ভবিষ্যতে হয়তো এই মাছ একেবারেই হারিয়ে যাবে।

বরিশাল পোর্টরোড মৎস্য আড়তদার মালিক সমিতি সভাপতি কামাল সিকদার বলেন, ‘গত বছর বরিশাল থেকে ২৪ টন ইলিশ রফতানি হয়েছিল ভারতে। কিন্তু এবার বেশি দাম দিয়েও পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না।’

বরিশাল মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম আকন্দ জানান, নদীতে ইলিশের আগমন এখন বড় চ্যালেঞ্জের মুখে। তবে সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যক্রম অব্যাহত রয়েছে।