News update
  • CA for Armed Forces' efficient role to ensure smooth, festive polls     |     
  • Tarique Rahman calls for urgent disaster preparedness after quake     |     
  • UN Unveils UN80 Action Plan to Drive System-Wide Reforms     |     
  • Guterres Urges G20 to Show Leadership and Vision in SA     |     
  • Israeli Strikes Kill 33 in Gaza as Fragile Ceasefire Frays     |     

ব্যবসায়ীরা বেশি দামেই বিক্রি করছেন ব্রয়লার মুরগি

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2023-03-29, 8:30am

resize-350x230x0x0-image-217582-1680007957-0db12b96f1bf06d0b9d5e656ba9f77e21680057039.jpg




জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকা নির্ধারণ করে দিলেও বেশি দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজিতে বিক্রি করছেন তারা।

এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দেয় সংস্থাটি।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, রমজানে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম সহনীয় রাখতে অভিযান অব্যাহত থাকবে।

বেশি দাম নেওয়ার বিষয়ে এক বিক্রেতা বলেন, ভোক্তা অধিদপ্তর আমাদের ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি দরে বিক্রি করতে নির্দেশনা দিয়েছে। কিন্তু এই দামে বিক্রি করলে আমাদের লাভ হবে না।

নাম প্রকাশ না করার শর্তে এক বিক্রেতা বলেন, বেশি দামেই মুরগি কিনতে হচ্ছে আমাদের। ম্যাজিস্ট্রেট ১৯০ টাকা কেজি দরে বিক্রির কথা বলে গেছেন। ১৯০ টাকায় বিক্রি করলে মাত্র ৫ টাকা লাভ হবে। কেজিতে ৫ টাকা লাভ করে চলব কী করে?

তবে ক্রেতারা মনে করছেন, নিয়মিত বাজার তদারকিতে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।