News update
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     
  • Banks in Bangladesh slash CSR; spending hits 10-year low     |     
  • Law approved to equip EC to punish neglect of polls duty     |     
  • Expats must register thru mobile app to vote in BD polls     |     

সাকিবের পাশে মুশফিক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-17, 10:45pm




শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ৫৩ রানে অপরাজিত মুশফিকুর রহিম।
৮১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২৬তম হাফ-সেঞ্চুরি ৎভন মুশফিক। এই অর্ধশতকে সতীর্থ সাকিব আল হাসানের পাশে বসলেন মুশফিক।
টেস্টে ২৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে সাকিবেরও। ৫৯ টেস্টে (চলমান চট্টগ্রাম টেস্ট বাদে) ২৬টি হাফ-সেঞ্চুরি করেছেন সাকিব।
বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির রেকর্ড ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ৬৬ টেস্টে (চলমান চট্টগ্রাম টেস্ট সহ) ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে তামিমের।
তৃতীয় সর্বোচ্চ ২৪টি হাফ-সেঞ্চুরি করেছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার। তথ্য সূত্র বাসস।