
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ডিসকোয়ালিফাই করেছে। একটি রাজনৈতিক দল যদি হাতে অস্ত্র তুলে নেয়, সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রদের ওপর হামলা করে, তখন কোনো মানুষই ওই দলকে রাজনীতি করার সুযোগ দেবে না।
শনিবার (২ জানুয়ারি) সকালে মাগুরায় নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রমে অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময় আনন্দ দাস চঞ্চল গোসাইরে সঙ্গে একান্ত আলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, সারা বাংলাদেশে বিপুল সমারহে ভালো একটা নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম-শহর সর্বত্রই প্রচারণা করছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে পুঁজি করে মানুষের অধিকারকে হরণ করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা যুবলীগ-ছাত্রলীগ করেছে, তাদেরকেই পুলিশ-এনএসআইতে চাকরি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সময় মানুষের সঙ্গে অত্যাচার-জুলুম করা হয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের সব দোসরদের বিচারের জন্য বাংলাদেশে আসতে হবে। তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে
এ সময় আরও উপস্থিত ছিলেন সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আশিকুর রহমান, নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ অন্যান্যরা।