News update
  • Prof Yunus includes 4 political leaders in UNGA tour del     |     
  • Tarique calls for vigilance to prevent troubles during Puja     |     
  • Parties divided on constitution order move over July Charter     |     
  • Khulna’s ‘white gold’ shrimp eyes Tk 22,600cr export goal     |     
  • Show-cause notices on Sylhet DC, 4 others over mobile court     |     

লা লিগা: দ্বিতীয়স্থানে উঠলো বার্সেলোনা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-02, 4:51pm




স্প্যানিশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো বার্সেলোনা। 
গতরাতে নিজেদের মাঠে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে মায়োর্কাকে। বার্সার পক্ষে গোল দু’টি করেন মেমফিস ডিপে ও সার্জিও বাসকুয়েটস। মায়োর্কার পক্ষে একমাত্র গোলটি করেন আন্তোনিও রেইলো। 
আগের দিন এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে লা-লিগার শিরোপা জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। তাই বার্সেলোনার লক্ষ্য এখন, শীর্ষ চারের মধ্যে থাকা। ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট তুলে শিরোপা নিশ্চিত করে রিয়াল। 
৩৪ ম্যাচ শেষে ১৯ জয়, ৯ ড্র ও ৬ হারে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো বার্সেলোনা। 
আর ৩৪ ম্যাচে ৮ জয়, ৮ ড্র ও ১৮ হারে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তমস্থানে মায়োর্কা।  তথ্য সূত্র বাসস।