News update
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     
  • Sustainable, rights-based solutions to Rohingya crisis urged     |     

জিজ্ঞাসাবাদ শেষে সেই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-05-16, 8:25pm

img_20250516_202402-18d8086bc7503ade8475a2ef6e3fc33a1747405539.jpg




রাজধানীর কাকরাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় আটক শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৬ মে) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গত ১৪ মে রাতে কাকরাইল মসজিদের সামনে যান মাহফুজ আলম। সেখানে কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল তাকে লক্ষ্য করে ছুড়ে মারা হয়।

এরপর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করে পুলিশ। জানানো হয়, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। তাকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম গতকাল বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে ইশতিয়াক হোসাইন নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে। আরটিভি।