News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

ডেইলি স্টারকে ১০০ কোটি টাকার নোটিস পাঠালেন মেয়র তাপস

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-06-08, 6:39am

resize-350x230x0x0-image-226628-1686160350-ed5774f961ae09e29e4f051b2ae55b601686184786.jpg




ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত এক রম্য রচনায় মানহানি হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এ জন্য ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা চেয়ে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি ।

বুধবার (৭ জুন) এ তথ্য জানান আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান্।

তিনি বলেন, গত ৫ জুন রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিস পাঠানো হয়েছে। নোটিসটি ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও লেখক নাজিবা বাশারকে পাঠানো হয়েছে। নোটিস প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে থাকা সংশ্লিষ্ট রিপোর্ট অপসারণ এবং সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্যও বলা হয়েছে।

তিনি আরও বলেন, ডেইলি স্টার পত্রিকা এবং অনলাইন ভার্সনে রিপোর্ট বা কলাম প্রকাশ করা হয়। বাংলায় অনুবাদ করলে কলামের লেখাটা ছিল এ রকম- ‘বাতাস প্রবাহের জন্য গাছ কর্তন’, আরেকটি টাইটেল ছিল যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামকে বিকৃতি করে লিখেছেন ‘ধোঁকা সাউথ টাউন করপোরেশন পরিবেশবাদীর চেয়ে একধাপ এগিয়ে আছে।’ শুধু তাই নয় মেয়র ফজলে নূর তাপসের নামকেও বিকৃতি করে লেখা হয়েছে।

ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, এ ধরনের বক্তব্য আমাদের প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী মানহানির পর্যায়ে পড়ে। এ রিপোর্ট দেখে মেয়র মহোদয় আমাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আমরা নোটিস পাঠিয়েছি। তথ্য সূত্র আরটিভি নিউজ।