News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

বরগুনায় জুতা পায়ে শহীদ বেদিতে সরকারি কর্মকর্তা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-26, 9:07pm

resize-350x230x0x0-image-217339-1679838732-ea339483b5ba736301ec226b27c274f31679843268.jpg




মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে জুতা পায়ে ফুল দিতে ওঠেন পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মাসুদ সিকদার। এ সময় পুলিশ ও জনতার রোষানলে পড়লে তিনি বলেন, ‘ফুল দিয়েই তো নেমে যাব, এতে সমস্যা কী?’

রোববার (২৬ মার্চ) সকাল ৭টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের চত্বরে শহীদ বেদিতে ফুল দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে আসা জনতা ক্ষোভ প্রকাশ করেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, ‘শহীদদের প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠার সময় তাকে থামিয়ে দিয়েছিলাম। পরে তিনি জুতা খুলে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।’

এদিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উদ্দেশ্য করে বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর সময় বিএফডিসি কর্মকর্তা কীভাবে জুতা পায়ে উঠল? এটা আপনার মাধ্যমে জানতে চাই। এ জন্য সবার সামনে ওই কর্মকর্তাকে ক্ষমা চাইতে হবে।’

এ বিষয়ে উপজেলা বিএফডিসি কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মাসুদ সিকদার বলেন, ‘বিষয়টি নিয়ে আমি মর্মাহত। ঘটনাটি ভুলবশত হয়েছে।’  তথ্য সূত্র আরটিভি নিউজ।