News update
  • Khaleda Gets Eternal Farewell from Over a Million of Hearts     |     
  • Sea of Mourners Gathers to Pay Tribute to Khaleda Zia     |     
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     

ক্রেন দুর্ঘটনা : চিকিৎসকদের পর্যবেক্ষণে বেঁচে যাওয়া নবদম্পতি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-08-16, 10:44am




রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহত হলেও এক নবদম্পতিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বেঁচে যাওয়া দুইজন হচ্ছেন নবদম্পতি হৃদয় ও রিয়া মনি। গত শনিবার তাদের বিয়ে হয়।


সোমবার (১৫ আগস্ট) রাতে হাসপাতালটির চিকিৎসক ড. এন আলম মাসুদ গণমাধ্যমকে বলেন, হৃদয়ের ডান পায়ে আঘাত সামান্য। দুজনেই প্রায় অক্ষত রয়েছেন। তাদের শারীরিক সমস্যা নেই। তবে মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে। দুজনকে তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। এ সময় ক্রেন উল্টে সেটি প্রাইভেটকারের ওপর পড়ে। গার্ডার পড়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেট কারের ভেতরে থাকা সাত জনের মধ্যে পাঁচজন নিহত হয়।

নিহতরা হলেন- রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। তথ্য সূত্র আরটিভি নিউজ।