বৃষ্টিতে বন্ধ বাংলদেশ-শৃলংকার মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। মধ্যাহ্ন-বিরতি ঠিক আগে বৃষ্টি শুরু হয়। বিরতি সময় পার হয়ে গেলে, এখনও খেলা শুরু হতে পারেনি।
মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৪ উইকেটে ২১০ রান করেছিলো শ্রীলংকা। প্রথম ইনিংসে ৩৬৫ রান করে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৪৩ রান করেছিলো শ্রীলংকা।
তৃতীয় দিন প্রথম সেশনে আরও দুই উইকেট হারায় শ্রীলংকা। নাইচওয়াচম্যান কাসুন রাজিথাকে শুন্য হাতে বিদায় দেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন।
আর লংকান অধিনায়ক দিমুথ করুনারতেœকে ৮০ রানে শিকার করেন বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসান। ৭০ রান নিয়ে দিন শুরু করেছিলেন করুনারতে।
অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৩০ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের এবাদত ও সাকিব ২টি করে উইকেট নিয়েছেন। তথ্য সূত্র বাসস।