
নেপালে রীতিমতো উড়ছে বাংলাদেশের বিজয় কেতন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে টানা পঞ্চম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুপার সিক্সের প্রথম ম্যাচে থাইল্যান্ড নারী দলকে ৩৯ রানের ব্যবধানে হারিয়েছে বাঘিনীরা।
বুধবার (২৮ জানুয়ারি) নেপালের মুলপানিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে পেরেছে থাইল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ফিরে যান ওপেনার দিলারা আক্তার। ১২ রানের মাঝে আরও এক উইকেট হারায় বাংলাদেশ। ৯ বলে ১১ রান করে ফেরেন শারমিন আক্তার সুপ্তা।
কিছুটা চাপে পড়ে যাওয়া বাংলাদেশের হাল আরেক ওপেনার জুয়ায়রিয়া আক্তার আর চার নম্বরে নামা সোবহানা মোস্তারি। তৃতীয় উইকেটে এই দুজন মিলে গড়েন ১১০ রানের জুটি।
মাঝে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন জুয়ায়রিয়া। ৪৫ বলে ৫৬ রান করে তিনি ফিরলে ভাঙে এই জুটি। ৩ চার আর ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। পরের ওভারে ফিরে যান সোবহানাও। ৪২ বলে ৫৯ রানের আগ্রাসী আর দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। ৯ চার আর এক ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
এই দুজন ফেরার আবারও ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। পরের পাঁচ ব্যাটারের মাঝে মাত্র একজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শেষ দিকে ৬ বলে ১৫ রানের ইনিংস খেলেন রিতু মনি।
রান তাড়ায় নেমে থাইল্যান্ডও ইনিংসের প্রথম বলেই উইকেট হারায়। সেই ধাক্কা সামাল দেন পরের তিন ব্যাটার। ওপেনার নাত্থাকান চানথাম ৪১ বলে ৪৬, তিন নম্বরে নামা নান্নাপাট কোনছারোনেকাই ২৯ বলে ২৯ আর চার নম্বরে নারুয়েমল ছাইওয়াই ২৮ বলে ৩০ রানের ইনিংস।
এই তিন জনের ব্যাটিংয়ে বাংলাদেশকে কিছুটা চোখ রাঙানি দিয়েছিল থাইল্যান্ড। তাদের ফিরিয়ে থাইল্যান্ডের ব্যাটিং লাইনে ধ্বস নামা স্বর্ণা আক্তার আর ফাহিমা খাতুন।
এরপর আর থাইল্যান্ডের কোনো ব্যাটারকেই উইকেটে দাঁড়াতে দেয়নি বাংলাদেশের বোলাররা। থাইল্যান্ডের ইনিংসে আঘাতের শুরু আর শেষ দুটোই করেন মারুফা আক্তার। থাইল্যান্ড থামে ১২৬ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন মারুফা। সমান দুইটি করে উইকেট নেন রিতু মনি আর স্বর্ণা আক্তার। একটি উইকেট যায় ফাহিমার ঝুলিতে।