News update
  • Strategic plan to resolve Rohingya crisis mending inaction urged     |     
  • Hasina Sentenced to Death Over Crimes Against Humanity     |     
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     

মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ আয়ারল্যান্ডের কোচ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-17, 5:14pm

rgtertwerewr-0cc0609e150d35bcffcd27010209d27b1763378095.jpg




মিরপুরের হোম অব ক্রিকেটে আগামী বুধবার (১৯ নভেম্বর) থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম একটি মাইলফলকও। এই ম্যাচ দিয়ে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন মুশফিকুর রহিম। স্বাভাবিকভাবেই এই ম্যাচের সব অঙ্গন জুড়েই থাকছেন মুশি। তাই সংবাদ সম্মেলনেও তার বিপরীত চিত্র দেখা যায়নি।

ঢাকা টেস্টকে সামনে রেখে আজ (১৭ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের আউটারে নেট অনুশীলন করেছেন আইরিশ ক্রিকেটাররা। অনুশীলনের পর দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন আয়ারল্যান্ডের হেড কোচ হেনরিখ মালান। মিরপুর টেস্ট ঘিরে পরিকল্পনার পাশাপাশি মুশফিকের শততম টেস্ট নিয়ে কথা বলেছেন তিনি।

প্রতিপক্ষ ক্রিকেটার হলেও মুশফিককে এদিন প্রশংসায় ভাসিয়েছেন মালান। মুশিকে শততম টেস্টের জন্য অগ্রীম অভিনন্দন জানিয়ে তিনি বলেন, 'নিজের দেশের হয়ে ১০০ টেস্ট খেলা অনেক বড় অর্জন। আমরা সবমিলিয়ে দশটা টেস্ট খেলেছি। এটা ধৈর্যের একটা চিত্র তুলে ধরে, এর পেছনে অনেক পরিশ্রমও রয়েছে। এই সময়ের মধ্যে সে হয়তো ৪০০-৫০০ ওয়ার্ম আপ করেছে। এটাই আমাদের বোঝাতে যথেষ্ট যে টেস্ট ক্রিকেট বেশ পরিশ্রমের খেলা৷ আশা করি এই পাঁচ দিন (মিরপুর টেস্ট) সে ভালো না খেলুক তবে শততম টেস্টের জন্য তাকে অভিনন্দন।'

বাংলাদেশে আসার পর মুশফিকের কঠোর পরিশ্রম স্বচক্ষে দেখেছেন মালান। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, 'আমি ভোরে উঠি এবং প্রতিদিন সকালে হোটেলে তাকে ৬টা ৪৫ এ তাকে নাস্তা করতে দেখি। তারপর সে সবার আগে বাসে ওঠে, মাঠে যায় এবং অন্য খেলোয়াড়রা আসার আগেই সে তার ওয়ার্ম আপ, স্ট্রেচিং এবং ব্যাটিং অনুশীলন করে।'

মুশফিক প্রসঙ্গে থেকে বেরিয়ে মিরপুরে আসন্ন টেস্ট নিয়ে মালান বলেন, 'আমাদের জন্য আবার এখানে আসাটা দারুণ সুযোগ। যেমনটা বলছিলাম, আমরা নিজেদের প্রথম ম্যাচ এখানে খেলেছিলাম ২০২৩ সালে। কন্ডিশন কেমন হতে পারে, সে সম্পর্কে একটা ভালো ধারণা আমাদের আছে। গত সপ্তাহের সিলেট টেস্ট থেকে অনেক কিছু শেখার আছে। আশা করি সেগুলো কাজে লাগিয়ে ভালো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ উপহার দিতে পারব৷ যেটা প্রমাণ করবে আমরা এখানে কেন এসেছি।'

উপমহাদেশের বাইরের যেকোনো দেশের জন্যই মিরপুরে খেলা একটু চ্যালেঞ্জিং। বিশেষ করে এর স্পিনের জন্য অন্য দলগুলোর মধ্যে জুজু কাজ করে। তবে সেটা নিয়ে চিন্তা না করে কন্ডিশন অনুযায়ী একাদশ সাজানোয় মনোযোগী মালান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেয়ার প্রতিশ্রুতিও জানিয়েছেন তিনি।

মালান বলেন, 'আমরা সবাই জানি, মিরপুরের এখানে স্পিন বল ভালো হয়। ইতিহাসও তাই বলছে। পরিসংখ্যান দেখাচ্ছে, বাংলাদেশ এই মাঠে একটানা তিন জন স্পিনার এবং একজন পেসার নিয়ে খেলেছে। আশা করি বল স্পিন করবে এবং আমরা সেই অনুযায়ী একাদশ সাজাব। এমন একটা দল বানাব, যা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে এবং এই টেস্টের পাঁচদিনের জন্য আমাদের ভালো অবস্থানে রাখবে।'

তিনি আরও বলেন, 'ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আমরা খুব বেশি ক্রিকেট খেলিনি, এটা সবাই জানে। আমরা যত বেশি খেলব, তত বেশি সবাই দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করবে এবং আমরা তত দ্রুত উন্নতি করব৷ আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলার পরিস্থিতি এবং কন্ডিশন ভালোভাবে বুঝে নেয়া এবং টেস্ট ক্রিকেটের জন্য সঠিক টেম্পো খুঁজে নেয়া। যা আমরা ধারাবাহিকতার সঙ্গে কর‍তে চাই। এই ধরনের উইকেটে দ্রুতই আমরা সেটা করতে পারব বলে আশা করি।'