News update
  • Tarique urges people to help restart democracy, elected reps solve problems     |     
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     
  • Madhyanagar Upazila in limbo four years after formation     |     
  • BNP leader injured in gun shot in Keraniganj     |     
  • Tarique’s 1st day 16-hours campaign runs till 5am Friday      |     

নারী বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কখন, কোথায়?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-30, 5:29pm

6b91c2e2583c1151e238e99b9c017edc2d775919c1896682-b26fb7246fe6c64c95f5e592f3a873381759231752.jpg




আজ (৩০ সেপ্টেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে স্বাগতিক ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের আসরের। আট দলের এবারের আসরে মোট ম্যাচের সংখ্যা ৩১টি। আসরে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে।

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ এবার সুযোগ পেয়েছে কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এবারের আসরে থাকছে না কোনো গ্রুপ পর্ব। লিগ পর্বে আট দলের প্রত্যেকেই একে অন্যের মুখোমুখি হবে। এরপর পয়েন্টস টেবিলের শীর্ষ চারদল নিয়ে হবে সেমিফাইনাল। সেখানে বিজয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আগামী পরশু (২ অক্টোবর)। শ্রীলঙ্কার আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ পাকিস্তান। পরের ম্যাচটি খেলতে আবার ভারতে যেতে হবে টাইগ্রেসদের।  আগামী ৭ অক্টোবর গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।

তারিখ সময় প্রতিপক্ষ ভেন্যু

২ অক্টোবর বিকেল ৩.৩০টা বাংলাদেশ-পাকিস্তান আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

৭ অক্টোবর বিকেল ৩.৩০টা বাংলাদেশ-ইংল্যান্ড বর্ষাপাড়া স্টেডিয়াম, আসাম

১০ অক্টোবর বিকেল ৩.৩০টা বাংলাদেশ-নিউজিল্যান্ড বর্ষাপাড়া স্টেডিয়াম, আসাম

১৩ অক্টোবর বিকেল ৩.৩০টা বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম, অন্ধ্রপ্রদেশ

১৬ অক্টোবর বিকেল ৩.৩০টা বাংলাদেশ-অস্ট্রেলিয়া এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম, অন্ধ্রপ্রদেশ

২০ অক্টোবর বিকেল ৩.৩০টা বাংলাদেশ-শ্রীলঙ্কা ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি, নাবি মুম্বাই

২৬ অক্টোবর বিকেল ৩.৩০টা বাংলাদেশ-ভারত ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি, নাবি মুম্বাই

এর তিনদিন পরই একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগ্রেসদের। চার নম্বর ম্যাচটা খেলার আগে ফের জ্যোতিদের লম্বা ভ্রমণের ঝক্কি পোহাতে হবে। ১৩ অক্টোবর বিশাখাপট্টনমে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলার মেয়েরা। ১৬ অক্টোবর একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বাংলাদেশের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২০ অক্টোবর নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে এই ম্যাচটি খেলবে টাইগ্রেসরা। লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি ২৬ অক্টোবর। একই স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে জ্যোতির দল। সেমিফাইনালে জায়গা নিশ্চিত না করতে পারলে এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ শেষ হবে টাইগ্রেসদের।