News update
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     
  • What we know about one of Hadi's assassination attempters     |     
  • United States and Bangladesh Launch Money Laundering Bench Book     |     
  • 6 BD peacekeepers killed, 8 hurt in attack on Sudan UN Base     |     
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     

আবারও বৃষ্টির হানা, ড্রয়ের পথে গল টেস্ট

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-06-21, 2:21pm

d159aeddea5a516b417e8a39e57a675a27488fda23bac016-f00f46f21933899b58ffa4c1d345c5071750494091.jpg




গলে ফের বৃষ্টির হানায় মধ্যাহ্ন বিরতির পর শুরু হচ্ছে না ম্যাচ। ভারী বৃষ্টির কারণে শঙ্কা দেখা দিয়েছে পঞ্চম দিনের বাকি সময়ের খেলা পরিত্যক্ত হওয়ার। ফলে ম্যাচ এগোচ্ছে নিশ্চিত ড্রয়ের পথে।

ইএসপিএনক্রিকইনফোর দেওয়া তথ্যমতে, গলে এখন ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ১ ঘণ্টায়ও যা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।

প্রথম দফায় বৃষ্টি হওয়ার আগে পঞ্চম দিনে ১৯ ওভার খেলা হয়েছিল। এরপর মধ্যাহ্ন বিরতির পর ম্যাচও শুরু হওয়ার কথা ছিল কোনো ওভার না কেটে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ওভার তো কাটা পড়বেই, বাকি সময়ে খেলা হয় কি না সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

বৃষ্টি বাধার  আগ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩৭ রান। সব মিলিয়ে টাইগারদের লিড ২৪৭ রানের। ১৬৮ বলে ৯ চারের মারে ৮৯ রানে অপরাজিত আছেন শান্ত। ১০২ বলে ৪ চারের মারে ৪৯ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম।

এর আগে ৩ উইকেটের বিনিময়ে ১৭৭ রানে পঞ্চম দিনের শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন ১২৬ বলে ৭ চারের মারে ৭৬ রানে আউট হয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। তবে ব্যর্থ ছিলেন টপ অর্ডারের বাকি দুই ব্যাটার। এনামুল হক জুনিয়র ৪ আর মুমিনুল হক ১৪ রান করে আউট হন। লঙ্কানদের পক্ষে প্রবাত, থারিন্দু রত্নানায়েকে ও মিলান রত্নানায়েকে ১টি করে উইকেট তুলে নেন।

প্রথম ইনিংসে মুশফিকের ১৬৩, শান্তর ১৪৮ আর লিটন দাসের ৯০ রানের কল্যাণে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে প্রথম ইনিংসে অসিথা ৪ আর মিলান ও থারিন্দু ৩টি করে উইকেট নিয়েছিলেন।

জবাব দিতে নেমে পাথুম নিসাঙ্কার ১৮৭, কামিন্দু মেন্ডিসের ৮৭ আর দিনেশ চান্দিমালের ৫৪ রানে কল্যাণে ৪৮৫ রান করে শ্রীলঙ্কা। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন নাঈম হাসান। এছাড়া ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।