News update
  • Pakistan claims it has shot down five Indian fighter jets and a drone     |     
  • India says its strikes are of non-escalatory nature: BBC summary      |     
  • Waterways gasp for breath in Feni; 244 rivers, canals dying     |     
  • Indian Airstrikes Kill 8 in Pakistan, Mosques Hit     |     
  • Israeli crimes escalate, Gaza faces catastrophic situation     |     

সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসা করার অনুরোধ বিসিবি সভাপতির

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-03, 7:22pm

3ccebb0e0853d25af163d6fc68c4f3aac0ca9238f32ad37a-642a2e7dcf02871e5b6edb3f679f5fc51746278577.jpg




গত কয়েকদিন ধরেই সমালোচনায় বিদ্ধ বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতাসহ দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে। তবে সেসব অভিযোগ শনিবার (৩ মে) উড়িয়ে দিলেন বিসিবি বস। জানালেন, কোনো ফ্যাসিস্টের সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই।

বিসিবির মতো বড় প্রতিষ্ঠানে কাজ করলে সমালোচনা হবেই, সেটা মানছেন বিসিবি বস। তবে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ করেছেন তিনি। এর সঙ্গে এটাও যোগ করেছেন যে, সমালোচনার পাশাপাশি তার ভালো কাজগুলোর কথাও উল্লেখ করতে।    

এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, 'আমি জানি না কেন এত সমালোচনা হচ্ছে। ভালো কাজ করছি, সেটা কেউ বলছে না কেন? সবার কাছে অনুরোধ, সবাই যেন গঠনমূলক সমালোচনা করে।'

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়ে তিনি বলেন, 'কোনো ফ্যাসিস্টের সাথে আমার সম্পর্ক নেই, বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকলে আমি এখানে আসতে পারতাম না।'  

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিশেষজ্ঞদের ধারণা, দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলে জড়িয়ে পড়তে পারে বাংলাদেশও। সেই পরিস্থিতিকে সামনে রেখে ভারতীয় গণমাধ্যম গতকাল (২ মে) জানিয়েছে যে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ বাতিল করতে পারে ভারত। তবে বিসিবি বস এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন।

ভারত সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, 'ভারত কিছু জানায়নি। একটা পত্রিকা শুধু বলছে, তবে বিসিসিআইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। এখন পর্যন্ত সিরিজ নিশ্চিত আছে।'  

বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে ফারুক আহমেদ বলেন, 'অভিজ্ঞ অনেক ক্রিকেটার চলে যাচ্ছে, নতুন ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। টেস্টে আমাদের আরও কাজ করতে হবে। ভালো টিমের সাথে খেলতে হবে।'  সময়।