News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

মুশফিকের অবসরে আবেগী বার্তা স্ত্রীর

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-06, 4:57pm

ewrewrwe-1b4976b82093d11e71f868e1380083cc1741258645.jpg

মুশফিকুর রহিম ও জান্নাতুল কেফায়াত মন্ডি। ছবি : মুশফিকের ভেরিফায়েড ফেসবুক থেকে নেওয়া



চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন মুশফিক। উইকেটরক্ষক এই ব্যাটারের বিদায়ের পর আবেগময় প্রতিক্রিয়া জানিয়েছেন স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে দেওয়া এক পোস্টে মন্ডি লেখেন,‘আলহামদুলিল্লাহ, অত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম! তোমার একটি দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ...নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি!’

তিনি আরও লেখেন, ‘তুমি (মুশফিক) কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ! এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওজু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ...তুমি একজন পারিবারিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ (ছেলে) তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ বানাক।’

স্ট্যাটাসের শেষদিকে মন্ডি লেখেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ। তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে! তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ঠ, পৃথিবী নেতিবাচকতা নিয়ে যা খুশি বলুক...পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য নামাজের আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’