News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

মালানের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে যা বললেন তামিম

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-01-20, 3:08pm

retertewt-b706a256c962839e7a8be6b99bf050151737364103.jpg




চলতি বিপিএলে মাঠের পারফরম্যান্সের থেকে আচরণের জন্য আলোচনায় রয়েছেন তামিম ইকবাল খান। হেলস ও রহমানের সঙ্গে অস্বাভাবিক আচরণের পর এবার তালিকায় যুক্ত হয়েছে মালানের নাম।

রোববার (১৯ জানুয়ারি) চিটাগং কিংসের দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামে বরিশাল। ওপেন করেন মালান ও তামিম। ইনিংসের চতুর্থ ওভারে দুজনের ভুল-বোঝাবুঝিতে নন-স্ট্রাইটপ্রান্তে রানআউট হন তামিম। এরপর মালানের দিকে তাকিয়ে সামান্য প্রতিক্রিয়া দেখান বাঁহাতি ওপেনার। মালানকেও কিছু একটা বলতে দেখা যায়।

যে ভিডিও মুহূর্তেই সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সকলের ধরণা তামিমের প্রক্রিয়া থেকেই মালান তাকে কিছু বলেন। এ জন্য তামিমের সমালোচনাও করেছেন দর্শকরা। তবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সেই ঘটনার বর্ণনা দিয়েছেন তামিম।

তামিমের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-

অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!

মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রানআউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

এ রকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়।

কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। ধন্যবাদ সবাইকে। আরটিভি