News update
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     
  • Nepal has first woman Prime Minister as March elections set     |     
  • 50 Killed as Israel Intensifies Strikes on Gaza City     |     

ভারতের স্বপ্ন গুঁড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-01-05, 1:52pm

retrtewrtw-ccd50a4188696d128d99c4c3f07a0b9f1736063552.jpg




বুক ভরা আশা নিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়াতে গিয়েছিল ভারত। লক্ষ্য ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পার্থ টেস্টে অবিশ্বাস্য জয়ে আশায় বুক বেধেছিল ভারতীয়রা। এরপরই ছন্দপতন। মাঠের লড়াইয়ে কোহলিদের পাত্তাই দেয়নি অসিরা। অ্যাডিলেইড, মেলবোর্নোর পর সিডনিতে তুলে নিল দাপুটে জয়। ৬ উইকেটে সিডনি টেস্ট জিতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফিও জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে প্যাট কামিন্সের দল জায়গা করে নিয়েছে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।

মেলবোর্ন টেস্টে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের আউট ঘিরে কম নাটকীয়তা হয়নি। মেলবোর্নের সেই উত্তাপ টের পাওয়া যাবে সিডনিতে, এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে, মাঠে তেমনটা দেখা যায়নি। গতি আর সুইংয়ের মিশেলে কোনো দলই পারেনি বড় সংগ্রহ দাঁড় করতে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। যার ফলে মাত্র ১৬২ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। ওয়েসবস্টার-হেডের ব্যাটিং দৃঢ়তায় সেই লক্ষ্য সহজেই তাড়া করে স্বাগতিকরা। 

৬ উইকেট হারিয়ে স্কোবোর্ডে ১৪১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ভারত। তৃতীয় দিনের শুরুতে মাত্র ১৬ রান যোগ করতেই বাকি সব উইকেট হারায় সফরকারীরা। ১৬১তে অলআউট হয় জাসপ্রিত বুমরাহ দল। ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান করেন উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পন্থ। প্রথম ইনিংসেও ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রিশাভ। খেলেন ৯৮ বলে ৪০ রানের ইনিংস।

১৬২ রানের লক্ষ্য খুব বেশি বড় মনে না হলেও, সিডনিতে এই রান ছিল চ্যালেঞ্জিং। দুই ওপেনার উসমান খাজা ও স্যাম কনস্টাস মিলে ভালো শুরু করেন। গড়েন ৩৯ রানের জুটি। এরপরই প্রসীদ কৃষ্ণার বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন এই ডানহাতি ব্যাটার। খেলেন ১৭ বলে ২২ রানের ইনিংস। এরপর আরেক ব্যাটার মারনাস লাবুশেন ক্রিজে আসলেও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৫২ রানের মাথায় ২০ বলে মাত্র ৬ রান করে ফেরেন সাজঘরে। লাবুশেনের পর অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথও থিতু হতে পারেননি। ৯ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে।

ভালো শুরুর পর হঠাৎ তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেই চাপ সামালের দায়িত্ব নেন খাজা-হেড জুটি। খাজার বিদায়ে ভাঙে ৪৬ রানের সেই জুটি। এরপর নবাগত ওয়েবস্টারকে নিয়ে সহজেই দলের জয় নিশ্চিত করেন ট্রাভিস হেড। ভারতের হয়ে বল হাতে ৩টি উইকেট নেন কৃষ্ণা। 

এর আগে, টস জিতে প্রথম ইনিংসে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তবে, রোহিতকে একাদশে না রাখলেও ব্যাটিংয়ে দলটির দুর্দশা কাটেনি। মাত্র ১৮৫ রানে হয় অলআউট। ব্যাটিংয়ের হতাশা অবশ্য বোলিংয়ে কাটিয়ে নেয় ভারতীয়রা। বুমরাহ-সিরাজদের পেস দাপটে ১৮১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪ রানের লিড পায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস : ৭২.২ ওভারে ১৮৫ ( জয়সওয়াল ১০, রাহুল ৪, গিল ২০, কোহলি ১৭, পন্থ ৪০, জাদেজা ২৬, রেড্ডি ০, সুন্দর ১৪, কৃষ্ণা ৩, বুমরাহ ২২, সিরাজ ৩; স্টার্ক ১৮-৫-৪৯-৩, কামিন্স ১৫.২-৪-৩৭-২, বোল্যান্ড ২০-৮-৩১-৪, ওয়েবস্টার ১৩-৪-২৯-০, লায়ন ৬-২-১৯-১)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৫১ ওভারে ১৮১ (কনস্টাস ২৩, খাজা ২, লাবুশেন ২, স্মিথ ৩৩, হেড ৪, ওয়েবস্টার ৫৭, ক্যারি ২১, কামিন্স ১০, স্টার্ক ১, লায়ন ৭, বোল্যান্ড ৯; বুমরাহ ১০-১-৩৩-২, সিরাজ ১৬-২-৫১-৩, কৃষ্ণা ১৫-৩-৪২-৩, নিতিশ ৭-০-৩২-২, জাদেজা ৩-০-১২-০)

ভারত ২য় ইনিংস : ৩৯.৫ ওভারে ১৫৭

অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২৭ ওভারে ১৬২/৪

ফলাফল : অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী

সিরিজ : অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জয়ী