News update
  • High medicine prices threaten healthcare of poor communities     |     
  • Curtain falls on a political giant as Khaleda Zia passes into history     |     
  • BNP Expels Nine Leaders Over Defiance and Poll Bids     |     
  • India, Pakistan FMs to Attend Khaleda Zia’s Funeral     |     
  • Global Leaders Pay Tribute as Condolences Pour In for Khaleda Zia     |     

প্লে-অফের লড়াই দেখতে খরচ করতে হবে বাড়তি টাকা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-02-23, 7:41pm

ueirueiwr8-8e8c539fde1b17c3edbeee0ca02177521708695745.jpg




গত ১৯ জানুয়ারি মিরপুরে পর্দা উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এরই মধ্যে শেষ হতে চলেছে টুর্নামেন্টটি। লিগ পর্ব শেষ করে এবার শুরু হবে চার দলকে নিয়ে নকআউট পর্ব। যেখানে অংশ নিয়েছে শক্তিশালী চার দল। এই চার দলের লড়াই দেখতে দর্শকদের খরচ করতে আগের ম্যাচের থেকে বাড়তি অর্থ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিপিএলের নকআউট পর্বের ম্যাচের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে লিগ পর্বের ম্যাচের তুলনায় বাড়ানো হয়েছে টিকিটের দাম।

নকআউট পর্বে সাধারণ গ্যালারি অর্থাৎ সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩০০ টাকা, যা আগে ছিল ২০০টাকা। উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৫০০ টাকা যার পর্বের মূল্য ছিল ৪০০ টাকা।

তবে বাড়ানো হয় গ্র্যান্ডস্ট্যান্ড টিকিটের মূল্য। আগের মতোই সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়াও ক্লাব হাউজ ৮০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের প্রবেশ মূল্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি মাঠে পড়াবে বিপিএলের নকআউট পর্বে প্রথম দুই ম্যাচ। আর এই ম্যাচের টিকিট পাওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি থেকে।

সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিরপুরের ইনডোরে এবং শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নং গেট থেকে টিকিট নিতে পারবে দর্শকরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।