News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

পদত্যাগ করলেন জাকসুর নির্বাচন কমিশন সদস্য মাফরুহী সাত্তার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-09-12, 11:23pm

fdb8d1fb20c2e43cf7102ded2734965c2a84eab24c61048d-1c0313a135baa42fdb50e0e3e00cc05d1757697826.jpg




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচন কমিশন সদস্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) কলাভবনের সামনে আয়োজিত  সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘গতকাল অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা চলমান। এ অবস্থায় নানা কথা ও গুজব ছড়াচ্ছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্নও উঠেছে। একজন শিক্ষক ও নির্বাচন কমিশনার হিসেবে আমার মতামত প্রকাশ করে কমিশনকে সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করা উচিত বলে মনে করেছি।’ 

তিনি অভিযোগ করেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ৩৩ বছর পর জাকসু নির্বাচন। নির্বাচন হয়েছে। শিক্ষার্থীরা এখন ফলাফল চাচ্ছে। কিন্তু নির্বাচনের সমগ্র প্রক্রিয়াকে যেভাবে বিতর্কিত করা হয়েছে এবং ত্রুটিগুলো সংশোধনের যে সুপারিশগুলো দেয়া হয়েছিল, তা গ্রহণ করা হয়নি। আমার দেয়া অনেক মতামত পরিবর্তন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি অনেক অনিয়ম ও মারাত্মক ত্রুটি দেখেছি, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। আজ বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের আহ্বানে অনুষ্ঠিত সভায় ভোট গণনা আপাতত স্থগিত করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু বিশেষ কিছু কারণে আমার মতামত গ্রহণে তারা অপারগতা প্রকাশ করেছেন।’

এ নির্বাচন কমিশন সদস্য বলেন, ‘নির্বাচন কমিশন আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু করে, তখন আমি আমার মতামত লিখিতভাবে জানিয়েছি। সময় খুব কম হওয়ায় আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’

এদিকে রাতে এক বিবৃতিতে জাকসু সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথানিয়মে অনুষ্ঠিত হয়। বলা প্রয়োজন, ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে। ইতোমধ্যে ২১টি হল সংসদের মধ্যে ১৯টি হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। অবশিষ্ট ২টি হল সংসদের কার্যক্রম চলমান রয়েছে।

পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর ভোট গণনা চলছে এবং নিরবচ্ছিন্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। জাকসু নির্বাচন কমিশন আশা করছে, রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে।

এবার জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ ৫ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী।