News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

বৃষ্টিতে ভিজেই ছাত্রদলের শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-05-22, 11:38am

img_20250522_113620-145f2c1b7e67b557cf449dd85769c73f1747892301.jpg




ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টির মধ্যেই রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। এর কিছু সময় পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই তারা শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। ছাত্রদলের অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ ও এর আশপাশ এলাকা দিয়ে যান-চলাচল বন্ধ হয়ে যায়। এতে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়েছেন মানুষ।