News update
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     

খুবির ৩ ছাত্রকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-02-18, 1:52pm

skahdshdi-b67f8a2f906fec1b4aeb9317aa140d181708242881.jpg




খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩ শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের জিরো পয়েন্ট এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে তারা।

এ ঘটনায় পুলিশ ২ পরিবহন শ্রমিককে আটক করেছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়ায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

শিক্ষার্থীরা জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র নব্য সকালে তার অসুস্থ মাকে নিয়ে পাইকগাছা থেকে বাসে খুলনায় ফিরছিলেন। পথিমধ্যে বাসের হেলপার ও সুপারভাইজার তার সঙ্গে খারাপ ব্যবহার করে। বিষয়টি তিনি অন্য শিক্ষার্থীদের জানালে তারা জিরো পয়েন্ট এলাকায় আসে। তখন পরিবহন শ্রমিকরা একত্রিত হয়ে শিক্ষার্থী নব্য, আসিফ মাহমুদ ও অলোকেশকে মারধর করে।

এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ এসে ২ পরিবহন শ্রমিককে আটক করে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ কর্মকর্তারা। বেলা ১২টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। আহত তিন শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছেন। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দুই পরিবহন শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন, ওই দুজনই তাদের মারধর করেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ দিলে আটক দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।