News update
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     

পাকিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক, সরকারের যেকোনো পদক্ষেপে ‘পূর্ণ সমর্থন’ বিরোধীদলের

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2025-04-25, 8:38am

retretertsd-d0fbbceba55efa3f691d93f32529d3eb1745548714.jpg




কাশ্মীরের পহেলগামে ভয়বাহ হামলার জেরে নয়াদিল্লিতে ভারতে সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক হয়েছে। বৈঠক শেষে এই ইস্যুতে সরকারের যেকোনো কর্মকাণ্ডে পূর্ণ সমর্থন দেয়ার কথা জানিয়েছে দেশটির বিরোধীদল।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নয়াদিল্লির সংসদ ভবনে শুরু হয় সর্বদলীয় বৈঠক।

বৈঠক শেষে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, ‘সকল রাজনৈতিক দল একযোগে পহেলগামে হামলার নিন্দা  জানিয়েছে। এছাড়া এই ইস্যুতে সরকারের যেকোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলো।

এসময় কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খড়্গে বলেন, ‘আমরা চাই যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরে আসুক। 

এর আগে বৈঠকের শুরুতে দুই মিনিটের নীরবতা পালন করেন সাংসদরা। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুক হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত। বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। 

এদিকে বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে ভারতের পদক্ষেপের জবাবে পাল্টা বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে ওই বৈঠক হয়।