News update
  • Khaleda Gets Eternal Farewell from Over a Million of Hearts     |     
  • Sea of Mourners Gathers to Pay Tribute to Khaleda Zia     |     
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     

ঢাকায় বিমান দুর্ঘটনা: গভীর শোক মোদির, সহায়তার বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-07-22, 6:20am

3fe4c2fecc7af76a30753f963b256fcbc0f2131c0ae0717b-5b7a3422657d75262643e6e63862dee11753143607.jpg




রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে, সম্ভাব্য সব সমর্থন ও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদি বলেছেন, ‘ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায়—যাদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী–আমরা গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা।’

তিনি আরও বলেন, ‘আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সমর্থন দিতে প্রস্তুত।’

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্যমতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। 

এরমধ্যে বার্ন ইনস্টিটিউটে ২, সিএমএইচ-ঢাকায় ১২, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ২, উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনসহ মোট ২০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আইএসপিআর। 

সূত্র: এনডিটিভি