News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

মার্কিন ৬ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2024-07-13, 6:22pm

twetwtewt-98abb8fc77e3335f0aac7fdad985baea1720873336.jpg




তাইওয়ানে অস্ত্র বিক্রির করার অভিযোগে মার্কিন ৬ অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং।

শুক্রবার (১২ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর আনাদোলুর।

তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘটনায় যুক্তরাষ্ট্রের কঠোর নিন্দা জানিয়েছে চীন। তাইওয়ানে অস্ত্র বিক্রি করাকে চীন তার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চরম হস্তক্ষেপ হিসেবে মনে করে।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন অস্ত্র বিক্রির ঘটনাকে বেইজিং তার একচীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হিসেবে মনে করে।

নিষেধাজ্ঞার ফলে, চীনে থাকা মার্কিন ওই অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের সম্পদ ও অর্থ বাজেয়াপ্ত করতে পারবে বেইজিং।

এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোন ব্যক্তি এখন থেকে চীনের পাশাপাশি হংকং এবং মেকাওয়েরও ভিসা পাবে না।

১৮ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে অস্ত্রবাণিজ্য চুক্তি করে তাইওয়ান। ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্টের হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ নিয়ে ওয়াশিংটর ও তাইপের মধ্যে ১৬টি অস্ত্র বিক্রর চুক্তি হয়।