News update
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     
  • Curtain falls on a political giant as Khaleda Zia passes into history     |     

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গ্রীণওয়াচ ডেস্ক উৎসব 2022-05-26, 7:56pm




জাতীয় কবির স্মৃতিধন্য জেলা ত্রিশালের দরিরামপুর সরকারি নজরুল একাডেমি মাঠে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে।

আলোচনা সভায় জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এ সময় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, নজরুল সমাজে সাম্য, সাম্প্রদায়িক সম্প্রতি, শোষণ মুক্ত সমাজ ও বঞ্চনার হাত থেকে রক্ষায় মানুষকে উজ্জিবিত করেছিলেন। তার কবিতা ও গান মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাকামী বাঙ্গালীদের উদ্ধুদ্ধ করেছিলেন।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পর ভারত থেকে কবি নজরুলকে বাংলাদেশে নিয়ে এসে যথাযথ মর্যাদা দিয়েছেন। নজরুল স্বাধীনতা ও সাম্যের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি তাঁর বুদ্ধিভিত্তিক প্রতিভাদ্বারা লেখনির মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষকে উদ্ধুদ্ধ করেছিলেন।

আগামী ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে উন্নত দেশে রূপান্তরে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান, হালুয়াঘাট-ধোবাউড়ার সংসদ সদস্য জুয়েল আরেং, সংরক্ষিত সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। নজরুল স্মারক বক্তা ছিলেন, বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক এএফএম হায়াতুল্লাহ।

কবির স্মরণে আলোচনা সভার পর স্থানীয় ও দেশবরেণ্য শিল্পী ও কবিদের উপস্থিতিতে সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

আগামীকাল সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এস খালিদ এমপি। তথ্য সূত্র বাসস।