News update
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     
  • Moscow wants Dhaka to reduce tensions domestically, also with Delhi     |     

ডাকসু’তে পাহাড়ের নেতৃত্বের জয়: ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র অভিনন্দন

ইউনিয়ন 2025-09-11, 1:50pm

img-20250910-wa0047-01-13a616eb3e89be976f5b741f90f106921757577004.jpeg

Four students coming from the hill districts win DUCSU election.



ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা। এক বিবৃতিতে এই বিজয়ের মধ্য দিয়ে পাহাড়ের সন্তানরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন, যা আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের বলে জানিয়েছে সংগঠনের নেতারা।

সংগঠনের সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে বলেন, “ডাকসুর মতো দেশের সর্বোচ্চ ছাত্র নেতৃত্বের মঞ্চে ভিপি পদে আমাদের সমিতির অন্যতম সদস্য জনাব আবু সাদিক কায়েমের বিজয় পাহাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, এই বিজয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, পাহাড় আর পিছিয়ে নেই। যোগ্য নেতৃত্ব ও সঠিক সুযোগ পেলে পাহাড়ের সন্তানরা দেশের সর্বোচ্চ পর্যায়েও নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণ করতে সক্ষম। এই বিজয় শুধু সাদিক কায়েম-এস. এম. ফরহাদ এবং হেমা চাকমা-সর্বমিত্র চাকমা ও অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সমগ্র পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর জন্য এক নতুন দিগন্তের উন্মোচন।

বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা বিশ্বাস করে যে, ডাকসুর এই নতুন নেতৃত্ব পাহাড়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় পর্যায়ে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে এই বিজয় পাহাড়ের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শুভেচ্ছাবার্তায় ডাকসু’র নতুন কমিটিকে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। 

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বিজয়ী পার্বত্য চট্টগ্রামের কৃতি সন্তানরা হলেন- ভিপি জনাব আবু সাদিক কায়েম। জিএস জনাব এস. এম. ফরহাদ, কেন্দ্রীয় সংসদের সদস্য মিস হেমা চাকমা, জনাব সর্বমিত্র চাকমা এবং কবি জসীমউদ্দিন হলের রিডিং রুম সম্পাদক কামরুল হাসান।