News update
  • Mushfiqur, Mahmudullah, Mominul find teams in BPL     |     
  • Modi expresses concern over Khaleda's health, offers support     |     
  • Dhaka 3rd most polluted city in the world Tuesday morning     |     
  • Govt declares Khaleda Zia a ‘very very important person’     |     
  • Remittance surges to $2.68 billion in 29 days of November     |     

২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে?

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-12-02, 8:06am

1c4a42b9f5bf1747ed65e699373fce7b7bb7704bf60d72db-12b2a5a826e0ae917de5abc25ec669c11764641180.jpg




কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ২০২৬ সাল। জ্যোতিষশাস্ত্র ও ভারতীয় পঞ্জিকা অনুযায়ী, নতুন বছরে মোট চারটি গ্রহণ হবে। দুটি সূর্য গ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ।

আসুন এক নজরে দেখে নেয়া যাক, নতুন বছরের প্রথম সূর্য এবং চন্দ্রগ্রহণের তারিখ এবং এর ধরণ সম্পর্কে-

সূর্যগ্রহণ

নতুন বছর ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ১৭ ফেব্রুয়ারি।

এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে। বাংলাদেশ ও ভারতে এ গ্রহণ দৃশ্যমান হবে না। তবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, মরিশাস, অ্যান্টার্কটিকা, তানজানিয়া এবং দক্ষিণ আমেরিকায় এটি দৃশ্যমান হবে।

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি হবে ২০২৬ সালের ১২ আগস্ট। বাংলা শ্রাবণ মাসের অমাবস্যায় এ গ্রহণ শুরু হবে। এটি উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, আর্কটিক, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনে দৃশ্যমান হবে।

চন্দ্রগ্রহণ

২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে আগামী ৩ মার্চ।

নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণ ভারতে এবং এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার অনেক দেশেই দৃশ্যমান হবে।

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ২০২৬ সালের ২৮ আগস্ট। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। বাংলাদেশ ও  ভারতে দৃশ্যমান না হলেও এই গ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশে দৃশ্যমান হবে।