News update
  • Hilsa Becomes Luxury as Prices Soar Amid Fishing Ban     |     
  • COP30 under difficult conditions     |     
  • Political parties who signed 'Historic July Charter'     |     
  • যা আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়       |     
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত

আদালত 2025-10-16, 10:57pm

a-mobile-court-evicted-some-illegal-strutures-from-kalapara-zero-point-on-thuesday-064a189a36a835eb67514323c31af5221760633868.jpg

A mobile court evicted some illegal strutures from Kuakata Zero Point on Thursday.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ছোট বড় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, কুয়াকাটা জিরো পয়েন্টের দুই পাশে এক শ্রেণীর প্রভাবশালীরা ছোট বড় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা স্থাপনে সহায়তা করে আর্থিকভাবে লাভবান হয় । বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের  নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান কালে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আব্দুল মান্নান নামের একজনকে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পরে উচ্ছেদকৃত স্থানে বন বিভাগের সহায়তায় বৃক্ষরোপন করে উপজেলা প্রশাসন।

 এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম  প্রমূখ। - গোফরান পলাশ