News update
  • Climate summit hears countries suffering from global warming      |     
  • How to Visit Saint Martin’s Island in This Tourist Season 2025-26     |     
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     
  • Guterres Urges Fair, Fast, Final Shift to Clean Energy     |     
  • US Shutdown Triggers Over 1,000 Flight Cancellations     |     

জন্মাষ্টমীতে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-08-26, 12:20pm

rretert-81a62e3428c93586a0abda55fe09a3a01724653250.jpg




সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আজ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জন্মাষ্টমী উপলক্ষে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। তবে আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে যথারীতি এই বন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। আরটিভি