News update
  • UN High Seas Treaty Clears Ratification, Set for 2026     |     
  • UAE Suspends Visas for Bangladesh, Eight Other Nations      |     
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-01-26, 10:53am

resize-350x230x0x0-image-209060-1674705868-ff39bf2ad78240550d11e8a3176ff8d61674708829.jpg




ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সরস্বতী পূজা ও শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, সরস্বতী পূজা উপলক্ষে ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’র সাধারণ সম্পাদক শিব শংকর দেবের স্বাক্ষরিত একটি প্যাডে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের জানানো হয়।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক স্বপন কুমার দাস জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।