News update
  • Prof Yunus Calls for People-Centered Democracy in Bangladesh     |     
  • Record 676 Million Women Exposed to Deadly Conflicts     |     
  • UN Renews Push for Global Elimination of Nuclear Arms     |     
  • Don't leave healthcare to profit-driven actors: Prof Yunus     |     
  • Key issues that Prof Yunus may raise in UNGA speech Friday     |     

কলাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যায় দোষীদের ফাঁসির দাবী

অপরাধ 2025-09-22, 10:26pm

human-stage-staged-in-kalapara-demanding-hanging-of-culprits-who-killed-a-six-grader-after-rape-2c85f7e60e02c99588d75c443a105d721758558412.jpg

Human stage staged in Kalapara demanding hanging of culprits who killed a six grader after rape.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী লামিয়াকে ধর্ষণ শেষে হত্যায় দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।সোমবার দুপুর ১২ টায় বালিয়াতলী শিশুপল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় ওই বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সহ শিক্ষকবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহন করেন। মানববন্ধনে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মিতু, সুমাইয়া, অষ্টম শ্রেনীর রায়হান, দশম শ্রেনীর

নদী, শাকিল এবং শিক্ষক গোলাম মোস্তফা ও জাকারিয়া বক্তব্য প্রদান করেন। 

এসময় শিক্ষার্থীরা লামিয়াকে ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের ফাঁসির দাবী জানান। এছাড়া লামিয়া হত্যাকান্ডে দোষীদের সঠিক বিচার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় শিক্ষার্থীরা। - গোফরান পলাশ