News update
  • Man held for tying, beating up youth on theft suspicion in Gazipur     |     
  • Sajid (2) lifted after 32 hrs from deep Rajshahi well, not alive     |     
  • Spinning sector seeks urgent govt step to prevent collapse     |     
  • Dilapidated bridge forces Lalmonirhat residents to risk life daily     |     
  • High-level consultation to shape BD climate finance strategy     |     

চেতনা নাশক স্প্রে করে দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্নলংকার লুট

অপরাধ 2025-08-04, 11:05pm

two-people-sprayed-with-anasthetics-in-deep-sleep-in-kalapara-25f4d3dac9950af07abef346954e726c1754327155.jpg

Two people sprayed with anasthetics in deep sleep in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ স্প্রে করে অচেতন করে ঘরে ঢুকে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে  এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সহিদুল ইসলাম মিরা (৪৮), মোসা: আকলিমা বেগম (৪২) লালবানু  (৮৫)  মো. সানাউল্লাহ (২০)বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সহিদুল ইসলাম মিরা জানান, 'আমি গরু কেনা-বেচার ব্যবসা করি। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত আমার ঘুম ভাঙে না। একপর্যায়ে  পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি ও পরে আমার রুমের দরজা ভাঙার চেষ্টা করলে  হঠাৎ জেগে উঠি এবং শরীরে অস্বস্তি অনুভব করি। ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে। পরে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে আমাদেরকে অচেতন করে ঘরের ভিতরে ঢুকে আলমারিতে থাকা গরু কেনার জন্য ২ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পাসের বাড়ির লোকজন ও  স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।'

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, কলাপাড়ায় লাগাতার চুরি, ডাকাতি, ছিনতাই, দখল, চাঁদাবাজি, ধর্ষণ সহ একের পর এক মরদেহ উদ্ধারে নিরাপত্তা সঙ্কটে ভুগছে সাধারণ মানুষ। পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে না পারায় পুলিশের উপর মানুষের সন্তুষ্টি ফেরেনি এখনও। - গোফরান পলাশ