News update
  • Train catches fire due to intense heat     |     
  • BNP expels 73 leaders for contesting first phase of UZ polls     |     
  • Chuadanga witnesses season’s highest temperature at 42.7°C     |     
  • Dhaka, Bangkok to work together to deal with Rohingya issue: FM     |     
  • Dhaka, Bangkok ink five bilateral documents     |     

অজেয় আর্সেনালের পথ আটকে দিল এভারটন

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-02-05, 8:29am

resize-350x230x0x0-image-210531-1675557586-c0c71361f53e63e14c8971633019021e1675564143.jpg




এভাবে অপ্রতিরোধ্য আর্সেনালের পথ আটকে দেবে লিগ টেবিলের তলানীকে ঠেকা এভারটন, এটা কেউ বিশ্বাসই যেন করতে পারেননি। শনিবার (৫ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে হারিয়ে আকাশে উড়তে থাকা দলটিকে মাটিতে নামিয়ে আনল এভারটন।

ম্যাচে ঘুরে দাঁড়ানোর শেষ চেষ্টা করেছিল কিন্তু পারেনি মিকেল আর্তেতার দল। সবশেষ ১০ ম্যাচে জয়শূন্য থেকে শন ডাইসের শিষ্যরা তাদের সর্বোচ্চ আত্মবিশ্বাসী ম্যাচটি খেলে ফেলেছে শনিবার।

আসরে এটি আর্সেনালের দ্বিতীয় পরাজয়। প্রথমটি ছিল গত সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে। ম্যানইউর কাছে সেবার ৩-১ গোলে হেরেছিল মিকেল আর্তেতার শিষ্যরা। এরপর টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল তারা।

লিগ টেবিলে ২০ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৫০। সিটির ১৪ জয় ও ৩ ড্রয়ে পয়েন্টের হিসেবে আছে দ্বিতীয় অবস্থানে।

ম্যাচে আর্সেনাল একচেটিয়া খেললেও সেরা সুযোগগুলো কিন্তু এভারটনেরই ছিল।

খেলার ৫৮তম মিনিটে জেমস তারকোভস্কি প্রতিপক্ষ আর্সেনালে জালে বল পাঠিয়ে স্তব্ধ করে দেন তাদের।

ম্যাচের বাকি সময়টা অনেক চেষ্টা করেছে আর্সেনাল কিন্তু পারেনি শেষ পর্যন্ত। তথ্য সূত্র আরটিভি নিউজ।