News update
  • Syria crisis intensifies in shadow of Gaza war     |     
  • Heatwave killing 1 lakh chickens a day in BD: Poultry Assoc     |     
  • More than 100 inmates escape from Nigerian prison     |     
  • Economic Reporters demand withdrawal of ban on entry to BB      |     
  • 155 killed in Tanzania as heavy rains cause floods, landslides: PM     |     

শহীদ মিনারে সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রতি স্পিকারের শ্রদ্ধা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-28, 6:18pm

image-43819-1653734608-f8ebd514203d2e9c28b419e6636c63bb1653740306.jpg




স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, একাত্তরের মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলার নির্বাহী সম্পাদক গাফফার চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে তাঁকে দাফন করা হবে।
শ্রদ্ধানিবেদনের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে বলেন, এ জাতি চিরদিন শ্রদ্ধাভরে গাফফার চৌধুরীর সৃষ্টিকর্ম, রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার কথা স্মরণ করবে।
গাফফার চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্ট থেকে আজ সকাল ১১টায় তাঁর মরদেহ ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। দুপুর ১টা হতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। তথ্য সূত্র বাসস।