News update
  • Recycling Economy Empowers Thousands Across Bangladesh     |     
  • Global Heatwave Persists as April Nears Record Temperatures     |     
  • Guterres welcomes India-Pakistan ceasefire     |     
  • China now favourite higher edu destination for BD students      |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Sunday morning     |     

মুক্তিযোদ্ধা-অভিনেতা খালেকুজ্জামান আর নেই

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-03-21, 2:32pm

resize-350x230x0x0-image-216687-1679383710-8cdf7f9e262b52bed7daca42169292681679387574.jpg




মুক্তিযোদ্ধা-অভিনেতা খালেকুজ্জামান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। নিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। যার নেশা ও পেশা ছিল অভিনয়। বহু নাটকে বাবা চরিত্রের অন্যতম সফল অভিনেতা তিনি।

জানা গেছে, মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৯ টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার নামাজের জানাজা কুর্মিটোলার একটি মসজিদে অনুষ্ঠিত হবে বিকাল ৫টায়। তার এই মৃত্যুতে দীর্ঘ দিনের সহকর্মীরা জানিয়েছেন শোক বার্তা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।

গুণী এই শিল্পীর জন্ম ১৯৫০ সালে বগুড়া জেলার সান্তাহারে। বাবা ডা. শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ের মেডিক্যাল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিনী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রীধারীদের একজন খালেকুজ্জামান। ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। তার আগে স্কুল কলেজ জীবনের তিনি অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেন।

বিটিভিতে তিনি প্রথম নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি ধারাবাহিক নাটক ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’সহ প্রায় তিন শতাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হন।

তার অভিনয়ের অনুপ্রেরণা প্রয়াত বরেণ্য অভিনেতা গোলাম মুস্তাফা। কিন্তু তার সঙ্গে একই ফ্রেমে অভিনয় না করতে পারার দুঃখবোধটা রয়েই গেল। আবার জাতীয় অধ্যাপক কবির চৌধুরী তার অভিনয়ের প্রশংসা করতেন এটাই যেন অনেক বড় প্রাপ্তি ছিল তার অভিনয় জীবনে। তথ্য সূত্র আরটিভি নিউজ।