
জেরুজালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরায়েলি বাহিনীর কড়া সুরক্ষায় প্রায় ৯০০ ইসরায়েলি ঢুকে পড়েছে। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, একদিনে কম্পাউন্ডে প্রবেশ করা ইসরায়েলির মোট সংখ্যা এটি। খবর আল-জাজিরা।
আল-আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম মসজিদ। একই স্থানে ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পবিত্র বিবেচিত হওয়ায় স্থানটি দীর্ঘকাল ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। কম্পাউন্ডটির ধর্মীয় ও প্রশাসনিক দায়িত্ব পালন করে জর্ডান-নিয়ন্ত্রিত ইসলামী ওয়াক্ফ কর্তৃপক্ষ।
এটি ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পরও বিদ্যমান থাকা ‘স্ট্যাটাস কু’ চুক্তির অধীনে পরিচালিত হচ্ছে।
এই চুক্তি অনুযায়ী, ওয়াক্ফ কম্পাউন্ডের ধর্মীয় ও প্রশাসনিক কর্তৃপক্ষ হিসেবে কাজ করে, আর ইসরায়েল নিয়ন্ত্রণ করে এর চারপাশের নিরাপত্তা ব্যবস্থা। এই ব্যবস্থায় মুসলমানরা পূর্ণ স্বাধীনতায় সেখানে নামাজ পড়তে পারেন। তবে অমুসলিম দর্শনার্থীরা নির্ধারিত সময় ছাড়া প্রবেশ করতে বা প্রার্থনা করতে পারেন না।